Skip to content

মেদিনীপুরের বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ নিলেন সুজয় হাজরা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি রাজ্যের উপনির্বাচনে জয়ী শাসক দলের ৬ বিধায়ককে সোমবার সোমবার ২ন্ড ডিসেম্বর বিধানসভায় শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী সহ বাকি বিধায়কেরাও এদিন শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন দুপুরে বিধানসভার গেটে রাজ্যপাল সি ভি আনন্দ বোস পৌঁছলে তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের হাতে পুস্পস্তবক তুলে দেন। মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন, ‘দুই মায়ের কথা বলব। এক আমার জন্মদাত্রী মা। তাঁকে আমি প্রণাম করে এসেছি। আর প্রণাম জানাচ্ছি আরেক মা যিনি আমায় এখানে আসার সুযোগ করে দিয়েছেন।

Latest