Skip to content

সোমবার দিল্লিতে নিজেদের দপ্তরে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন SIR নিয়ে!

1 min read

নিজস্ব সংবাদদাতা : আগামী বছরের শুরুতেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার তালিকা দেশজুড়ে বিশেষ সংশোধন (SIR) চালু করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন (ECI)। বিহারে সফলভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর SIR গোটা দেশে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সূত্রের খবর, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটে দিল্লির বিজ্ঞান ভবনে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করবে কমিশন। সেই বৈঠকেই ১০ থেকে ১৫টি রাজ্যে একযোগে SIR চালুর ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।জানা গিয়েছে, প্রথম ধাপে অসম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা ও পশ্চিমবঙ্গে এই অভিযান শুরু হতে পারে। কারণ, এই রাজ্যগুলিতে আগামী ২০২৬ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তাই কমিশন এই রাজ্যগুলিকে অগ্রাধিকার দিতে পারে বলে ইঙ্গিত মিলেছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যেখানে ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন, সেখানেই এই SIR কার্যক্রম পরিচালিত হবে।

Latest