Skip to content

ফিঙ্গার প্রিন্ট জালিয়াতি করে অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিলো ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের এক ব্যাক্তি !

1 min read

পূর্ব মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের কাঁথির খেজুরির হেঁড়িয়া এলাকার।ফিঙ্গার প্রিন্ট জালিয়াতি করে অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিলো ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের এক ব্যাক্তির। বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাঙ্কের হেঁড়িয়া শাখার অধীন এই গ্রাহক পরিষেবা কেন্দ্রে গ্রাহকরা টাকা তুলতে বা জমা দিতে এলে সার্ভার ডাউনের অজুহাত দিয়ে একাধিকবার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হতো। পরে গ্রাহকের অনুপস্থিতিতে সেই ফিঙ্গার প্রিন্ট দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হতো। পাশ বই আপগ্রেড করার সময় ও টাকা তোলার এসএমএস থেকে এই গরমিলের বিষয়টি নজরে আসে গ্রাহকদের।স্থানীয় জারারনগরের বাসিন্দা মিলন প্রধানের অভিযোগ, গত শুক্রবার তাঁর বাবা ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের অপারেটরের কাছে কেওয়াইসি আপগ্রেড করতে গিয়ে অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা তুলবেন বলে জানালে তাঁর বাবার ফিঙ্গার প্রিন্ট নেয় অভিযুক্ত। একবার নয়, একাধিকবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে সার্ভার ডাউনের অজুহাত দিয়ে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর আনা হয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

Latest