Skip to content

সংসদে খড়গপুরের রেল কলোনীর সমস্যা নিয়ে সাংসদ জুনের বক্তব্য!

মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া। 

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা :  টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন জুন মালিয়া। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই তিনি দাপিয়ে কাজ করেছেন ও করে চলেছেন। একই সঙ্গে তিনি মন দিয়ে রাজনীতিটাও করছেন। মডেল, অভিনেত্রী, রাজনীতিক, বিধায়ক… একই অঙ্গে বহুরূপ জুন মালিয়ার। জীবনে যেমন স্ট্রাগলের দিন দেখে দাঁতে দাঁত চেপে লড়াই করা শিখেছেন, তেমন বর্তমানে নির্বাচনী ময়দানেও দাপুটে নেত্রী হয়ে উঠেছেন জুন মালিয়া। বিধায়ক হওয়ার পর এখন এমপি। প্রকৃতপক্ষেই জীবনযুদ্ধের এক দুঃসাহসী সৈনিক জুন মালিয়া। স্থানীয় রাজনীতিতে যিনি দিদি অনুগামী হিসেবেই পরিচিত। সবটাই যেন পুনঃসম্প্রচার। স্কুটি করে ঘোরা। মন্দির, মসজিদ, গির্জায় প্রার্থনা। কোথাও কোনওকিছু এতটুকু আলাদা নয়। তাঁর জন্ম যদিও কলকাতায় হয়েছে, তিনি কিন্তু মহিষাদল রাজপরিবারের মেয়ে। এবার চব্বিশের লোকসভা নির্বাচনে দিদি তাঁর কাঁধে আরও বড় গুরুদায়িত্ব দিয়েছিলেন। জয়ী হয়ে শক্ত করেছেন দিদির হাতও। ভোট প্রচারে কথা দিয়ে ছিলেন প্রথমেই আলোচনা করবে খড়্গপুর রেলওয়ে কলোনি নিয়ে। সেই কথা রেখে প্রথম সংসদ হিসেবে নিজের বক্ত্যব্যে তুলে ধরলেন নিজের এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগ। যা তিনি নিজের ফেসবুক পেজ থেকেও শেয়ার করলেন। বললেন, 'আমি ভোট প্রচারে কথা দিয়েছিলাম আমি সংসদে প্রথম বক্তব্যে খড়গপুরের রেলকলোনীর সমস্যা নিয়ে বলবো ,আজ আমি সংসদে খড়গপুরের যে রেল কলোনীর সমস্যা ছিল তা নিয়ে বক্তব্য রাখতে পেরেছি। আগামীদিনে আপনাদের এলাকার যে সমস্যা গুলো আছে আমি সেই গুলো সংসদে তুলে ধরবো। আগামীদিনে এই ভাবেই আমাদের পাশে থাকবেন'। যার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় তারা খুশি হয়েছেন তাদের এই সমস্যা তুলে ধরার জন্য। সাথে সাথে বলেন সমস্যাটির সমাধান হলে আরও ভালো লাগবে। উল্লেখ্য, তৃতীয় মোদী সরকারের প্রথম সরকারের পূর্ণাঙ্গ বাজেট (২০২৪-২৫) প্রস্তাব পেশ শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে বাজেট পেশ করছেন নির্মলা। স্পিকারের চেয়ারে ছিলেন ওম বিড়লা।

0:00
/2:49

Latest