Skip to content

ভারতের একাধিক বিমান বাতিল করে দেওয়া হয়েছে!

নিজস্ব সংবাদদাতা :  ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর কারণে উত্তর ভারতের বহু বিমান বাতিল করে দেওয়া হয়েছে।এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডলে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত সমস্ত বিমান বাতিল করা হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। এই সমস্ত বিমানবন্দরের যে ফ্লাইটগুলির ন্বমার কথা ছিল, সেগুলি অন্যত্র অবতরণ করানো হচ্ছে। যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা করছে বিমানসংস্থাগুলি।স্পাইস জেটের তরফে জানানো হয়েছে, আপাতত ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসর-সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ওই বিমানবন্দরগুলিতে বিমানের ওঠানামা প্রভাবিত হতে পারে। যাত্রীদের সংস্থার ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছে বিমান সংস্থা ইন্ডিগো। শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড়, ধর্মশালায় ইন্ডিগোর বিমান চলাচল বন্ধ রয়েছে। যোধপুর এবং বিকানেরেও বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে হলে জানিয়েছে ইন্ডিগো।

Latest