নিজস্ব সংবাদদাতা : গণেশ চতুর্থীর ঠিক আগেই বড় পদক্ষেপ করলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। সোমবার সন্ধ্যায় থানা ও ফাঁড়ির দায়িত্বে থাকা একাধিক ওসি সহ ১৬ জন সাব ইন্সপেক্টর ও ২ জন এসিস্টেন্ট সাব ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে।
কে কে কোথায় কোথায় বদলি হলেন দেখে নেওয়া যাকঃ
১) গুরগুরিপাল থানার ওসি সমীর সরদার সাব ইন্সপেক্টর হিসাবে খড়্গপুর টাউন থানায় চলে যাচ্ছেন।
২) মনোরঞ্জন শিট, আগে সন্ধিপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বে ছিলেন, এখন গুরগুরিপাল থানার নতুন ওসি।
৩) রাজেশ পড়ুয়া, যিনি নারায়ণগড় থানায় ছিলেন, তিনি এখন সন্ধিপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বে রয়েছেন।
৪) শালবনি থানার সেকেন্ড অফিসার মেজর বাবু প্রদীপ সিং, এখন চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসের দায়িত্বে থাকবেন।
৫) চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউজের ইনচার্জ চিন্ময় প্রামাণিক পিংলা থানার ওসি হতে চলেছেন।
৬) পিংলা থানার ওসি গোবর্ধন সাহু এখন বেলদা থানার ওসি হবেন।
৭) বেলদা থানার ওসি সুজিত ঘোষ খড়্গপুর থানায় চলে যাচ্ছেন।
৮) বেলদা থানার অন্তর্গত জোড়াগেরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিক আলম এখন খড়্গপুর গ্রামীণ থানায় যাচ্ছেন।
৯) পুলিশ লাইনসের ডিসিআরবি থেকে দীপক কুমার দে জোরাগেরিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্ব নেবেন।
১০) সবং থানার সাব ইন্সপেক্টর সুদীপ করকে খড়গপুর গ্রামীণ থানায় বদলি করা হয়েছিল।
১১) সবং থানার আরও একজন সাব ইন্সপেক্টর সুকুমার ঘোষকে আনন্দপুর থানায় স্থানান্তর করা হয়েছে৷