নিজস্ব সংবাদদাতা : মুম্বইয়ে টানা ভারী বর্ষণের কারণে শহর ও শহর সংলগ্ন আশেপাশের এলাকায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর বুধবার মুম্বই শহরের জন্য ‘কমলা সতর্কতা’জারি করেছে। পাশাপাশি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমবে। তবে, তার আগে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মঙ্গলবারের ভারী বর্ষণে মুম্বইয়ের রাস্তাগুলো একপ্রকার নদীতে পরিণত হয়। এর ফলে শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল এবং রেল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মধ্য রেলওয়ের মূল ও হারবার লাইনে ট্র্যাকে জল জমে যাওয়ার কারণে লোকাল ট্রেন চলাচল স্থবির হয়ে পড়ে।

এর জেরে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। একইসঙ্গে এর প্রভাব মুম্বই বিমানবন্দরের ফ্লাইট চলাচলেও পড়ে। খবর অনুযায়ী, পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে, শহরের সমস্ত স্কুল-কলেজ এবং সরকারি ও আধা-সরকারি অফিস বন্ধ রাখা হয়। জানা গিয়েছে দুটি অতিরিক্ত ভিড় হওয়া মনোরেল ট্রেন স্টেশনের মাঝখানে আটকে পড়ে। এতে মোট ৭৮২ যাত্রী উদ্ধার করা হয়। বৈদ্যুতিক ও যাবতীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রী দমবন্ধ অনুভব করেন। যাত্রীদের মধ্যে কয়েকজন অজ্ঞানও হয়ে পড়েন।বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। অন্যদিকে, ভারী বৃষ্টির ফলে মুম্বাই বিমানবন্দরের আশপাশের রাস্তাগুলিতে জল জমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। ইন্ডিগো এয়ারলাইন্স একটি ট্রাভেল অ্যাডভাইসরি জারি করে জানিয়েছে, যাত্রীদের বিমানবন্দরে পৌঁছতে দেরি হচ্ছে এবং বহু ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এসেছে। যাত্রীদের নিজ নিজ ফ্লাইট স্ট্যাটাস অ্যাপ বা ওয়েবসাইটে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।