নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত সর্ব নদী পাড়া লোকনাথ মন্দির এর সামনে। শান্তিপুর আগমেশ্বরী স্টেটের বাসিন্দা জয়ন্ত দাস,পলাশ দাস। পেশায় তিনি মৃৎশিল্পী। শান্তিপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত ফেমাস ক্লাবের পাশে ৫ নম্বর ওয়ার্ডের লোকনাথ মন্দিরের সামনে এক মৃৎশিল্পীর কারখানায় ঘটনাটি ঘটে।

সেখানকার ৭০-৮০ টি মূর্তি ভেঙে দেওয়ার অভিযোগ অমিত দে নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী তাঁর ভাই অসিত দে-কেও কিছুক্ষণের জন্য দেখা যায়।পলাশবাবু জানান, কালী প্রতিমা, সরস্বতী প্রতিমা নিয়ে প্রায় ৭০-৮০টি মূর্তির ক্ষতি করেছেন অভিযুক্ত দুই যুবক। মূল কারখানা ঘরের ঝাঁপও ভাঙা হয়েছে। কিন্তু সময়ের অভাবে হয়তো সম্পূর্ণ প্রস্তুত প্রতিমা এবং তাঁর নিজের বাড়ির পুজোর প্রতিমার ক্ষতি করতে পারেননি দুষ্কৃতী।