Skip to content

বাংলায় এসে প্রথমবার নিজের পরিবারের কথা বললেন প্রধানমন্ত্রী!

নিজস্ব সংবাদদাতা : বারাসতের মঞ্চ থেকে নারীশক্তি জাগরণের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর মুখে এদিন উঠে এল রাসমণি, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরাদের নাম। ভগিনী নিবেদিতা, সরলা দেবীর কথা বললেন। আর মহীয়সীদের কথা বলতে গিয়েই বাংলার শাসকদলকে বিঁধলেন মোদী।প্রধানমন্ত্রী বলেন, “আমার পরিবার নিয়েও ওরা কথা বলতে ছাড়ছে না। আসলে আজ একটা সত্যিটা বলছি আপনাদের, যা আগে কখনও বলিনি। আমি অনেক ছোটো বয়সে ঘর থেকে একটা ঝোলা নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। পরিবার ছেড়ে দেশের কোণায় কোণায় ঘুরে বেড়াচ্ছিলাম। কিছু খোঁজার চেষ্টা করছিলাম। আমার পকেটে কখনও এক পয়সাও ছিল না।”আসলে প্রসঙ্গটা ছিল মোদীর পরিবার নিয়ে লাগাতর ইন্ডিয়া জোটের সদস্যদের আক্রমণ। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে। আর সে প্রশ্নের জবাব দিতে গিয়েই বাংলায় এসে প্রথমবার নিজের পরিবারের কথা বললেন মোদী।তাঁর সংযোজন, “আপনার জেনে গর্ব হবে, আমার পকেটে পয়সা ছিল না, না ছিল কোনও মাথার ওপর ছাদ। শুধু আমার কাঁধে ঝোলা ছিল। কোনও না কোনও মা-বাবা, কোনও বোন, আমাকে প্রশ্নটা করেই ফেলত, ‘বাবা তুমি কি কিছু খেয়েছো?’ আমি আজ বলছি, সালের পর সাল আমি পরিবার ছেড়ে ছিলাম। মোদী বলেন, “গোটা দেশ আমার পরিবার। তাই আমি বলি, এটাই আমার পরিবার। ১৪৪ কোটে দেশবাসী আমার পরিবার।”

Latest