নিজস্ব সংবাদদাতা : রবিবার, ৯ জুন ঠিক সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি শপথ নেবেন। ইতিমধ্যেই সেই সময় নিশ্চিত করে বিবৃতি জারি করেছে রাষ্ট্রপতি ভবন। মোদীর সঙ্গেই শপথগ্রহণ করবে তাঁর ক্যাবিনেট।সরকার গঠনের সূচনা হিসেবে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছে।নরেন্দ্র মোদীর থার্ড টার্মের শপথগ্রহণ অনুষ্ঠানে তাবড় রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে পা রেখেছেন। নরেন্দ্র মোদী নিজে ফোন করে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এ ছাড়াও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এবং মলদ্বীপের রাষ্ট্রপ্রধানেরা। সাতটি দেশে অফিসিয়াল ইনভিটেশন পাঠানো হয়েছে। এ ছাড়াও রূপান্তরকামী, সাফাইকর্মী, শিক্ষক, পড়ুয়াদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকার কথা সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিরা।