নিজস্ব প্রতিনিধি : অভিনেতা শাহরুখ খান দীর্ঘ ৩৩ বছরের চলচ্চিত্র জীবনে প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন। মঙ্গলবার, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫-এ তিনি ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত হন। এই বিভাগে তিনি পুরস্কার ভাগ করে নেন অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে, যিনি ‘১২ ফেইল’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান অর্জন করেন। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পান রানি মুখোপাধ্যায়, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে শক্তিশালী অভিনয়ের জন্য।

তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্তি নয়ের দশকের নায়িকা রানি মুখোপাধ্যায়।রানি বলেন, “আমার তিরিশ বছরের কেরিয়ারে পাওয়া এই সম্মান আমার কাছে এক বিরাট প্রাপ্তি একজন অভিনেতা হিসেবে। আমার এই সম্মান আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই। আমার বাবা সারাজীবন এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছেন। আজকের এই দিনে আমার তাঁর কথা খুব মনে পড়ছে। এবং আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে আমার বাবা আমার সঙ্গেই আছেন।

নিয়ম অনুযায়ী যাঁরা জাতীয় পুরস্কার পান তাঁদের একটি মেডেল, একটি স্মারক দেওয়া হয়। সঙ্গে পুরস্কার মূল্য ২ লক্ষ টাকা। তবে শাহরুখ নাকি মাত্র এক লক্ষ টাকা পেয়েছেন। শুনতে অবাক লাগলেও সত্যি। তবে এর পিছনে রয়েছে অন্য একটি কারণ। এ বার সেরা অভিনেতা হিসেবে শাহরুখের সঙ্গে পুরস্কৃত আরও এক অভিনেতা। ‘টুয়েলভথ ফেল’-খ্যাত বিক্রান্ত ম্যাসিকেও তাই এক লক্ষ টাকা দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে মোট ২ লক্ষ টাকা এ ভাবেই ভাগ করে নেবেন দুই তারকা। এ ছাড়াও দক্ষিণ ভারতের সুপারস্টার মোহনলালকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়েছে।