Skip to content

নবান্ন অভিযানের সময় পুলিশের উপর হামলার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার!

নিজস্ব সংবাদদাতা: নবান্ন অভিযানের সময় পুলিশের উপর হামলার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। বুধবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম মানস সাহা। পুলিশ সূত্রে খবর, অভিযানের দিন পুলিশকর্মীদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনার ভিডিও ফুটেজে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। সেই ভিডিওগুলির ভিত্তিতেই তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে কলকাতা পুলিশের বক্তব্য, শনিবার যাঁরা নবান্ন অভিযানে এসেছিলেন, তাঁরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ইট জোগাড় করে এসেছিল। তাঁদের উদ্দেশ্যই ছিল পুলিশকে মারা। গত মঙ্গলবার লালবাজার থেকে একটি সাংবাদিক বৈঠক করেন যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার মিরাজ খালিদ, যুগ্ম কমিশনার অপরাধ রুপেশ কুমার ও ডিসি সেন্ট্রাল ইন্দ্রিরা মুখোপাধ্যায়। যুগ্ম কমিশনার হেডকোয়ার্টার মিরাজ খালিদ বলেন, “পুলিশের তরফে বলা হয়, হয় সাঁতরাগাছি বা রানি-রাসমণিতে বিক্ষোভ দেখানো যেতে পারে। এটি প্রেস ব্রিফিং করেও বলা হয়।” ৯ তারিখ পুলিশ ছিল। ওখানে ৫০০ মত লোক ছিল। হঠাৎ করে রানি-রাসমণি না গিয়ে ডোরিনা গিয়ে সাউথের দিকে মিছিল যায়। সেই সময় পুলিশ বাধা দেয়। বলা হয় যে রুট তো ঠিক করে দেওয়া হয়েছে। কিন্তু পার্কস্ট্রিট দিকে যেতেই থাকে। কেউ কথা শোনেনি। পুলিশকে মারধর হয়েছে। ৫ জন পুলিশ আহত হয়েছে। ডিসির গার্ড গুরুতর আহত হয়েছেন। ৬ টি কেস রেকর্ড হয়েছে।” অভিযানের সময়কার কিছু গুরুত্বপূর্ণ ছবি ও ভিডিও সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। ছবিতে দেখা যায়, এক পুলিশ কর্মীকে রাস্তার উপর ফেলে বেধড়ক মারধর করা হচ্ছে। পুলিশের দাবি, অভিযুক্তদের পরিকল্পিত হামলার শিকার হন একাধিক পুলিশকর্মী। তদন্তের স্বার্থে সোশ্যাল মিডিয়াতেও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে লালবাজার।

Latest