Skip to content

প্রায় ২৩ লক্ষ শিক্ষার্থীরা বসলেন NEET-UG পরীক্ষায়!

নিজস্ব সংবাদদাতা :  রবিবার ৪ঠা মে ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET-UG শেষ হলো।গোটা দেশের প্রায় ৫০০ শহরের ৫ হাজার ৪৫৩টি সেন্টারে নেওয়া হয় এই পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) গোটা দেশে এই পরীক্ষার আয়োজন করে। এ বছর নিট ইউজি পরীক্ষায় বসেছে প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী। রবিবার দুপুর ২টো থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে নিট-ইউজি পরীক্ষা। ২০২৪ সালের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল হয়েছিল দেশ। তাই জালিয়াতি রুখতে এবং সুষ্ঠভাবে পরীক্ষা পরিচালনার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছিল।

হলদিয়া চাকদ্বীপা হাই স্কুল

Latest