Skip to content

নেতাজি ইন্ডোরে তৃণমূলের মহাসমাবেশ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার সকাল ১১টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হবে তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনশন ৷ বৈঠকে দলনেত্রী কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে সকলে। অনেকের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের সর্বস্তরে ‘ঝাঁকুনি’ দিতে চান মমতা।নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে দলীয় নেতৃত্বের একাংশকে বার্তা দিতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন দলের অন্দরে থেকে ব্যক্তিগত স্বার্থে দলের শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। অভিষেক বলেন, ‘‘বিধায়ক থেকে ব্লক স্তরের নেতাদের আমি বলতে চাই, কাজে যেন শিথিলতা না-আসে। বিজেপি বাংলাকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৬-এর লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা বার বার ওদের গো-হারা হারিয়েছি। আমাদের নেত্রী বলেছিলেন, দুই তৃতীয়াংশের বেশি আসনে আমরা ক্ষমতায় আসব। আমি বলতে চাই, ২১৫টির বেশি আসন আমাদের পেতে হবে। এক ছটাক জমিও কাউকে ছাড়া যাবে না

Latest