Skip to content

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত!

নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর ফলে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার ও মঙ্গলবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে। বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।

Latest