নিজস্ব সংবাদদাতা : শুভজিৎ শীল ওরফে আগুনের পরিচালনার নতুন শর্ট ফিল্ম "মনোহর" । আসছে এই ভ্যালেন্টাইন্স ডে ২০২৪ সে সকলের মন জয় করে নিতে । শর্ট ফিল্মে নায়কের চরিত্রে অভিনয় করছেন শুভজিৎ শীল(আগুন) । এবং নায়িকা সূলগ্না ঘোষ ইনি একজন স্টুডেন্ট ও তার পাশাপাশি মডেলিং ফটো শুট করেন । অভিনয় করতে তিনি ছোটো থেকেই ভালোবাসেন আর সেই ভালোবাসার টানেই আজ মনোহরে ইন্দিরা নামের চরিত্রটি পাওয়া । জানাগেছে ইন্দিরা তার ভালোবাসার মানুষটি রোহিতের সাথে লং ডিসটেন্স রিলেশনশিপ টাকে নষ্ট করে দিতেই মনোহর নামের এক বেকার কর্মহীন যুবক কে কিছুদিন প্রেমের নাটক করতে বলে যাতে তার প্রেমিক রোহিত বিদেশ থেকে ফিরে এসে ইন্দিরা আর মনোহরের নতুন সম্পর্ককে মেনে না নিয়ে ইন্দিরার সাথে ব্রেকআপ করে নেয় । কিন্তু সবকিছু কি আর প্ল্যান মাফিক হয় ? মনোহর শর্ট ফিল্ম টিতে রোহিত নামের একটি গুরুত্বপুর্ণ নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন সুমন ভট্টাচার্য্য ওরফে শ্রী উত্তম। তাছাড়াও আরো একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন দেবপ্রিয় মন্ডল কে যিনি সোশ্যাল মিডিয়ায় বাওয়াল বাজ গৌরব নামে বিখ্যাত। তিনি নাকি আগে রোস্টিং ভিডিও বানিয়ে দর্শকদের আনন্দ দিতেন । কিন্তু এখন শুধুই ব্লগ বানান । শর্ট ফিল্মে সিনেমাটোগ্রাফির কাজ করেছেন তরুণ যুবক রাজা ব্যারাল । শর্ট ফিল্ম টি শুভজিৎ ফিল্মস এর প্রযোজনায় একটি মোড় ঘোরানো উন্নত মানের কাজ হতে চলেছে। খুব শীঘ্রই অফিসিয়াল ট্রেলার মুক্তি পাবে শুভজিৎ ফিল্মস এর ইউটিউব চ্যানেলে। ২০২৪ সালের ভ্যালেন্টাইনস ডে স্পেশালে শুভজিৎ ফিল্মস এর প্রযোজনায় শুভজিৎ শীল আগুন এর পরিচালনায় আসতে চলেছে "মনোহর" । শুধুমাত্র বাংলা নয় হিন্দি ভাষাতেও মুক্তি পেতে চলেছে মনোহর।
