নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশই পড়ুয়াই ফেল!উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের ফলাফল দেখে অনেকের মাথাতেই কার্যত আকাশ ভেঙে পড়েছে। স্নাতকস্তরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বহু কলেজেই এমন শোচনীয় ফলাফল।উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ের অধীনে সব মিলিয়ে ৪৯টি কলেজ রয়েছে। আর অধিকাংশ কলেজেই দেখা যাচ্ছে প্রথম সেমিস্টারে অধিকাংশ ছাত্রছাত্রী ফেল করেছে। উত্তরবঙ্গ সংবাদের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিএ মেজর-এ ছাত্রদের ফেলের হার ৯৪ শতাংশেরও বেশি। আর অন্য়দিকে সব মিলিয়ে প্রায় ৯০ শতাংশের বেশি ছাত্রী পাশ করতে পারেননি। এদিকে বিএসসি-বিকমের ক্ষেত্রে পাশের হার ৩২ শতাংশেরও কম। বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হয়েছে। তারপরই শোরগোল পড়ে গিয়েছে বিশ্ববিদ্য়ালয়ের অন্দরে।