Skip to content

ফের আন্দোলনের পথে চাকরিহারা যোগ্য শিক্ষকরা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : গত ৭ নভেম্বর প্রকাশিত হয়েছে স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকেরা। শুধু তাঁরা নন, প্রশ্ন তুলছেন নতুন পরীক্ষার্থীরাও। কারণ, তাঁদের অনেকেরই নাম নেই স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) প্রকাশিত ইন্টারভিউয়ের তালিকায়!সুপ্রিম কোর্টের নির্দেশেই আবার একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন চাকরিহারা শিক্ষকেরা। তাঁদের মধ্যে অনেকেই ‘যোগ্য’ ছিলেন। তবে শীর্ষ আদালত জানিয়েছিল, পরীক্ষা দিয়ে তাঁদের চাকরি বজায় রাখতে হবে। সেই মতো পরীক্ষা দেওয়ার পরও ইন্টারভিউয়ের তালিকায় নাম থাকেন ভেঙে পড়েছেন অনেকে। পশ্চিম মেদিনীপুরের বহু যোগ্য শিক্ষকও প্যানেলে জায়গা না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। রসায়নের শিক্ষক সুদীপ মুখোপাধ্যায়, কৌশিক সরকার, বাংলার অমিত সামন্তর মতো অনেকেই ভেঙে পড়েছেন। কেউ কেউ নতুন করে মামলার হুঁশিয়ারিও দিয়েছেন।

Latest