Skip to content

ওড়িশায় পুরী থেকে আসা কলকাতাগামী বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা, মৃত প্রায় ৫জন!

 নিজস্ব সংবাদদাতা : ওড়িশায় ফ্লাইওভার থেকে কলকাতাগামী বাস ছিটকে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ওই বাস দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৫ জন যাত্রীর। পুলিশ স্টেশনের ইন্সপেক্টর ইনচার্জ তপন কুমার বণিক বলেন, দুর্ঘটনায় ৪ জন পুরুষ এবং ১ জন মহিলার মৃত্যু হয়েছে। প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন।এদের মধ্যে ৩০ জনকে কটক এসসিবি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

May be an image of 2 people, ambulance, crowd, hospital and text

Latest