Skip to content

'কালাজাদু' করে,সন্দেহে খুন ওড়িশার যুবক!

শ্বাসরোধ করে গোপনাঙ্গ কেটে খুন.....

নিজস্ব সংবাদদাতা : কালাজাদু করে মেরে ফেলতে পারেন মানুষকে। কেবল মাত্র সেই সন্দেহে ওড়িশার গজপতি জেলার মোহনা থানা এলাকার মালাসাপাদর গ্রামের এক যুবককে খুন করা হয়। অভিযোগ, শ্বাসরোধ করে গোপনাঙ্গ কেটে খুন করা হয়। খুনের পর যুবকের দেহ ফেলে দেওয়া হয় নিকটবর্তী হারাভাঙ্গি জলাধারে। স্থায়ী বাসিন্দাদের দাবী,সম্প্রতি ওই গ্রামে এক মহিলার মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য ওই যুবককেই দায়ী করেছিলেন তাঁরা। সম্প্রতি বাড়ি ছেড়ে গঞ্জাম জেলায় শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু শনিবার পোষ্য গরু এবং ছাগলগুলিকে নিতে গ্রামে ফেরেন। ওই রাতেই গ্রামবাসীরা অপহরণ করে যুবককে। পরদিন রবিবার স্থানীয় জলাধার থেকে ওই যুবকের মৃত দেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যে,খুনের ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ।

Latest