Skip to content

ভোটের প্রাথমিক ফল প্রকাশ্য়ে আসতেই নেতিবাচক প্রভাব!

নিজস্ব সংবাদদাতা :  ৬ হাজার পয়েন্ট নেমে ৭০ হাজারের ঘরে নামল সেনসেক্স। সেনসেক্স পড়ল ২২০০ পয়েন্টেরও বেশি। নিফটিতেও তুমুল ধস- ২.৮১ শতাংশ অর্থাৎ প্রায় সাতশো পয়েন্ট পড়েছে নিফটি ৫০। ব্য়াঙ্ক নিফটিতে তুমুল ধস। তিন শতাংশ- ১৬০০ পয়েন্টেরও বেশি পড়ল ।যত ফলাফল এগিয়েছে ততই নীচে নেমেছে ভারতের শেয়ার বাজার। সকাল সাড়ে এগারোটার সময় সেনসেক্স নেমে যায় ৩৩০০ পয়েন্টেরও বেশি। Sensex এখনও রয়েছে ৭৩১৪১ পয়েন্টের আশাপেশে। নিফটি ৫০ সূচক নেমে যায় ১০০০ পয়েন্টেরও বেশি। ২২ হাজার পয়েন্টে রয়েছে নিফটি ৫০ সূচক।

Latest