Skip to content

প্রয়াত পদ্মশ্রী’ প্রাপক যোগগুরু স্বামী শিবানন্দ!

নিজস্ব সংবাদদাতা : গুরু ওমকারানন্দের কাছ থেকে শিক্ষা গ্রহণের পর স্বামী শিবানন্দ যোগব্যায়াম এবং ধ্যানে দক্ষতা অর্জন করেন । তিন দশকেরও বেশি সময় ধরে, তিনি বারাণসীতে গঙ্গা নদীর তীরে যোগব্যায়াম শিক্ষা দিয়ে আসছেন। গত পঞ্চাশ বছরে তিনি ৪০০-৬০০ কুষ্ঠরোগী ভিক্ষুকের সেবা করেছেন। ২১ মার্চ, ২০২২ তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। ৩রা মে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ১২৯ বছর।

Latest