নিজস্ব সংবাদদাতা : গুরু ওমকারানন্দের কাছ থেকে শিক্ষা গ্রহণের পর স্বামী শিবানন্দ যোগব্যায়াম এবং ধ্যানে দক্ষতা অর্জন করেন । তিন দশকেরও বেশি সময় ধরে, তিনি বারাণসীতে গঙ্গা নদীর তীরে যোগব্যায়াম শিক্ষা দিয়ে আসছেন। গত পঞ্চাশ বছরে তিনি ৪০০-৬০০ কুষ্ঠরোগী ভিক্ষুকের সেবা করেছেন। ২১ মার্চ, ২০২২ তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। ৩রা মে শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ১২৯ বছর।
