পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : আজ, ১২ জানুয়ারি দেশজুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মবার্ষিকী!স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষ্যে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে ও মেদিনীপুর পৌর যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় বিবেক চেতনার বৃদ্ধি ঘটাতে ৫ মাইল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।উপস্থিত ছিলেন মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি আতিবুর রহমান , স্বনাম ধন্য ক্রীড়াবিদ ও কোচ সুব্রত কুমার পান, আশীষ চক্রবর্তী, পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, শহরের অন্যতম দক্ষ ক্রীড়া সংগঠক আবীর আগরওয়াল, নন্দন ভকত এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গণ।প্রতিযোগিতাটিতে অনুমানিক ১৬০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। বর্তমান প্রজন্মকে খেলাধুলার প্রতি মাঠমুখী করার জন্য বিশেষত আজকের দিনটিকে বেছে নেওয়ার জন্য মেদিনীপুর পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেকেই।

