Skip to content

বাঁকুড়া জেলার সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠে "রবীন্দ্রচর্চার বহুমাত্রিক অভিমুখ" নিয়ে আলোচনা!

নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়া জেলার সারদামণি মহিলা কলেজের উদ্যোগে 'রবীন্দ্রচর্চার বহুমাত্রিক অভিমুখ' শীর্ষক এক দিনের আলোচনার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা ছিলেন পুরুলিয়ার সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সোনালী মুখোপাধ্যায় এবং ঝাড়খণ্ডের বিনোদ বিহারী মাহাতো কোলফিল্ডস বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. কৌশিক দাশগুপ্ত। সারদামণি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.অনুরূপা মুখোপাধ্যায় সহ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ আলোচনায় ১ জন অধ্যাপক, ১ জন গবেষক ও ৩ জন শিক্ষার্থী প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আনন্দ সাইনী।

Latest