কলকাতা: গত বছর অনুদানের অঙ্ক ছিল ৮৫,০০০ এবার সেই অনুদান বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করা হয়েছে। দুর্গাপুজো কমিটিগুলির জন্য রাজ্য সরকারের দেওয়া অনুদান বিতরণে এবার কড়া অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা আদালতের পূর্ব নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে খরচের হিসাব-সহ ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে, শুধু তারাই সরকারি অনুদান পাবে। আদালত নির্দেশ দেয়, পুজো কমিটিগুলিকে উৎসব শেষ হওয়ার এক মাসের মধ্যেই খরচের পূর্ণাঙ্গ বিবরণ সহ ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকারকে জমা দিতে হবে। যেসব কমিটি এখনও তা জমা দেয়নি বা সময়মতো হিসাব দেয়নি, তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে। এই রায়কে স্বাগত জানিয়েছেন অনেক সাধারণ মানুষ ও প্রশাসনিক মহল। কারণ দীর্ঘদিন ধরেই অনুদান বণ্টনে স্বচ্ছতার অভাব নিয়ে অভিযোগ উঠছিল। এবার আদালতের এই পদক্ষেপে অনেকটাই জবাবদিহিতা তৈরি হবে বলে মত বিশ্লেষকদের। রাজ্য সরকারের পক্ষে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং সব রিপোর্ট সময় মতো তোলা হবে।
হিসাব না দিলে অনুদান নয়, কড়া বার্তা হাই কোর্টের,হিসেব দিতে এক মাস সময় দেওয়া হয়েছে ক্লাবগুলিকে....
