Skip to content

"অপারেশন মহাদেব"- জঙ্গিরা খতম হয়েছে!

নিজস্ব সংবাদদাতা : ২২ এপ্রিল। পহেলগাঁও হামলা। ভূস্বর্গ ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেদিন। নৃশংস জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল উপত্যকা। প্রাণ গিয়েছিল ২৬ জন সাধারণ মানুষের। ৭ মে পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হানে ভারত। অপারেশন সিঁদুর। ১৯৭১-এর পর প্রথমবার একযোগে তিন সেনা বাহিনীর হামলা পাকিস্তানের উপর। অপারেশন সিঁদুরের পরেই, জানানো হয়, বুধবার, রাত ১টা ৪৪ নাগাদ হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলা চালানোর পর সেনাবাহিনী বিবৃতিতে স্পষ্ট জানায়, পাকিস্তান এবং পাক অধিকৃত জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ চালানো হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। 

সেনা সূত্রে খবর, সোমবার ২৮শে জুলাই জম্মু ও কাশ্মীরের দাচিগামের কাছে হারওয়ানের জঙ্গলে গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়েছে ৷ চিনার কর্পসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে,"ভারতীয় সেনা তিন জঙ্গিকে নিকেশ করেছে ৷ পহেলগাম সন্ত্রাসী হামলার পেছনে জড়িত ৩ জন সন্ত্রাসীকে সাহসী বাহিনী খতম করেছে৷

Latest