Skip to content

বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলে দেব!

 নিজস্ব সংবাদদাতা :  সন্ত্রাস দমনে ভারতের ভূমিকা বিশ্ব দরবারে তুলে ধরতে বুধবার থেকে শুরু হচ্ছে কেন্দ্রীয় সরকারের সর্বদল প্রতিনিধিদের তৈরি বিশেষ টিমগুলির সফর। দেশে দেশে ঘুরবে এই প্রতিনিধিদল । ২১ মে থেকে ৫ জুন এই প্রচার অভিযান চলবে বলে জানা যাচ্ছে।একটি দল যাবে জাপান এবং অন্য দলটি আরব আমিরশাহী। এর মধ্যে একটি প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাপান যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । যাবেন আরও চার দেশে। সেজন্য এদিন সাতসকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। অভিষেক যে প্রতিনিধি দলের সদস্য, সেই প্রতিনিধি দল এশিয়ার ৫টি দেশ যাবে বলে জানা যাচ্ছে। জনতা দলের সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল যাচ্ছে জাপান। এই দলেই রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকছেন বিজেপি সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী, বিজেপি সাংসদ ব্রিজ লাল, সিপিআই সাংসদ জন ব্রিটাস, বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া, বিজেপি সাংসদ হেমাঙ্গ জোশী, সলমান খুরশিদ এবং প্রাক্তন রাষ্ট্রদূত মোহন কুমার। ২২ মে জাপানে বৈঠক সেরে এই প্রতিনিধি দল ২৪ মে যাবে দক্ষিণ কোরিয়া, ২৭ মে সিঙ্গাপুর, ২৮ মে ইন্দোনেশিয়া এবং ৩১ মে মালয়েশিয়া।

Latest