Skip to content

Big Breaking : পা‌কিস্তা‌নে ভারতের প্রত্যাঘাত; 'অপারেশন সিন্দুর'

নিজস্ব সংবাদদাতা : পহেলগাঁও হামলার বদলা নিতে বুধবার ৭ই মে (ইংরেজি মতে) গভীর রাতে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি শিবির ধ্বংস করে দিলো। যদিও ভারতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ‘অপারেশন সিঁদুর’-র আওতায় একেবারে নিখুঁতভাবে ‘টার্গেট’ বেছে নেওয়া হয়েছিল। বেছে-বেছে ‘টার্গেট’ করা হয়েছিল পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরকে। জঙ্গি শিবিরকে ‘টার্গেট’ করে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো হয়েছে। নিশানা করা হয়নি পাকিস্তানি সেনার কোনও প্রতিষ্ঠানকে। অসামরিক কোনও কাঠামোকেও ‘টার্গেট’ করা হয়নি। পাকিস্তানের ৯ জায়গায় গুঁড়িয়ে দেওয়া হল জঙ্গি ঘাটি। ভারতের রাফাল গুঁড়িয়ে দিল পর পর পাক জঙ্গি ঘাঁটি। হিজবুল ও লস্করী তো এইবার ঘাঁটিতে বিস্ফোরণ। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হলো পাকিস্তানের লাহোর ও শিয়ালকোট এয়ারপোর্ট। ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে যে ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে তার মধ্যে ৪টি পাকিস্তানের পাঞ্জাবের বাহাওয়ালপুর এবং মুরিদকে এবং পাক অধিকৃত কাশ্মীরে মুজাফফরাবাদ এবং কোটলি। এই সমস্ত এলাকাই সন্ত্রাসবাদীদের ঘাঁটি। 

Latest