পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) মেদিনীপুর সদর মহকুমা শাখার পরিচালনায রবিবার মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরে অবস্থিত সংগঠনের জেলা দপ্তর গোলক পতি ভবনে অনুষ্ঠিত হলো একটি সাংগঠনিক শিক্ষা শিবির। সদর মহকুমার সাতটি আঞ্চলিক শাখা থেকে সমিতির সংগঠক শতাধিক শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা সম্পাদক মন্ডলীর সদস্যরাও উপস্থিত ছিলেন। সমিতির পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যাদানের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। পতাকা উত্তোলনের পাশাপাশি এদিনের সভায় সভাপতিত্ব করেন পল্লব সরকার। সভায় সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মহকুমা সম্পাদক শ্যামল ঘোষ।এদিনের শিবিরে মুখ্য আলোচক ছিলেন শিক্ষা ও সাহিত্য পত্রিকার সম্পাদক রানা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সভাপতি মৃণাল কান্তি নন্দ, জেলা সম্পাদক জগন্নাথ খান, প্রাক্তন জেলা সম্পাদক অশোক ঘোষ, খড়্গপুর মহকুমা সম্পাদক প্রভাস ভট্টাচার্য, সভাপতি সুশান্ত খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। শিক্ষিকা সুমেধা ব্যানার্জী। বর্তমান পরিস্থিতিতে সাংগঠনিক শিক্ষা শিবির করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন জেলা সম্পাদক জগন্নাথ খান। সাংগঠনিক শিবিরের মূল বক্তা রানা ভট্টাচার্য 'নিখিল বঙ্গ শিক্ষক সমিতির গৌরবজ্জ্বল সংগ্রামী ইতিহাসের ধারা ও বর্তমান সময়ে আমাদের কাজ' এই বিষয়ের তথ্যসমৃদ্ধ মনোজ্ঞ আলোচনা করেন।পরে শিবিরের অংশগ্রহণকারী বিভিন্ন আঞ্চলিক শাখার সংগঠকরা সংগঠনে গঠনতন্ত্র ও বর্তমান পরিস্থিতিতে সংগঠকদের কর্তব্য বিষয়ে নানা মতামত পেশ করেন। এবং পরামর্শ প্রদান করেন। আলোচক রানা ভট্টাচার্য সদস্য-সদস্যাদের উত্থাপিত বিভিন্ন প্রশ্ন ও মতামতের উপর তার সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। পরিশেষে সভাপতি পল্লব সরকার উপস্থিত সমস্ত সংগঠক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সাংগঠনিক শিবিরের কাজের সমাপ্তি ঘোষনা করেন।