Skip to content

চারিদিকে শুধু জল আর জল,বন্যায় অসহায় সাধারণ মানুষ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : হাওড়া, হুগলি,পাঁশকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বহু গ্রাম এখনও কোমর সমান কিংবা হাঁটুসমান জলের তলায়। এই পরিস্থিতিতে বন্যাদুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিতে নৌকা ব্যবহার করছে স্থানীয় পুলিশ-প্রশাসন। অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতেও সহায় হচ্ছে নৌকা। প্রায় প্রতি বছরেই বন্যার কারণে জলযন্ত্রণা ভোগ করতে হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার বাসিন্দাদের। এ বারেও তার ব্যতিক্রম হয়নি। নিম্নচাপের কারণে গত সপ্তাহে টানা কয়েক দিনের বৃষ্টিতে নদীগুলিতে জলস্ফীতি এবং দামোদম উপত্যতার জলাধার ও নদীবাঁধগুলি থেকে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এর জল ছাড়া—মূলত এই দুয়ের জেরে এই বছরও বানভাসি হয় ঘাটাল ছাড়াও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, ডেবরা এবং কেশপুর এলাকা। তবে নতুন করে বৃষ্টি না হওয়ায়, আর ডিভিসি জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়ে আনায় বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। জলস্তর কমায় ঘাটাল রাজ্য সড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে এখনও যোগাযোগের মাধ্যম হিসাবে নৌকা, ডিঙি ব্যবহার করছেন সাধারণ মানুষ। নৌকা এবং স্পিডবোটের সাহায্যেই চলছে ত্রাণ বণ্টন। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, “জল নামতে শুরু করেছে। প্রায় ৫০০ ত্রাণশিবিরে ১০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। তা ছাড়া ত্রাণসামগ্রী, খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বন্যাকবলিত এলাকায়।” পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশের আধিকারিক, কর্মীরাও ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন। নিরাপদ আশ্রয়ে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বন্যাকবলিত এলাকার মানুষদের কাছেও।নিজেই ডিঙ্গি চালিয়ে বন্যা কবলিত এলাকায় পরিদর্শন ঘাটালের এসডিও সুমন বিশ্বাসের।

এলাকাবাসীর অভিযোগ, পানীয় জল আনার জন্য বা বাজার করার জন্য নৌকা পাওয়া যাচ্ছে না। ত্রাণসামগ্রী নিয়েও অভিযোগ রয়েছে। এ দিন দেখা গেল এনডিআরএফ-এর কর্মীরা নৌকা আসেন ত্রাণের খাবার, ত্রিপল নিয়ে। তারপরই দেখা গেল গলা জলে দাঁড়িয়ে বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা পুরুষ সকলে হাত পেতে রয়েছেন। কার্যত যাকে বলে কাড়াকাড়ি। সব তো জল নিয়ে গিয়েছে। রয়েছে কিন্তু পেট? তা তো চালাতে হবে। বিগত কয়েকদিন ধরে জুটছে না খাবার। আর তাই ত্রাণ আসতেই যেন হাতে স্বর্গ পেলেন ঘাটালবাসী।

জেলায় জেলায় বন্যায় ছবি
পাঁশকুড়ার ভয়াবহ বন্যায় ছবি
পাঁশকুড়ার ভয়াবহ বন্যায় ছবি

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার স্বয়ং এবং অন্য আধিকারিকরা স্পিডবোটে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন জলবন্দি এলাকায়, দুর্গত মানুষের হাতে তুলে দিচ্ছেন ত্রাণসামগ্রী।

Latest