Skip to content

সক্রিয় হয়েছে জঙ্গিদের স্লিপার সেল,সতর্ক করলেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান!

নিজস্ব সংবাদদাতা : শনিবার দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে জলপাইগুড়ি পুরসভার অফিসে দমকল বাহিনীর পক্ষ থেকে মক ড্রিল করা হয়। এই প্রসঙ্গে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “আজকে আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল শেখানো হল মক ড্রিলের মধ্যে দিয়ে।এরই সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজ জলপাইগুড়ি পৌরসভার সকল কাউন্সিলর এবং বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত সেনেটারি সুপারভাইজারদের বলেন ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, “বাড়িতে নতুন ভাড়াটিয়া রাখলে, সেই ভাড়াটিয়ার যাবতীয় তথ্য পুলিশ এবং পৌরসভাকে দিতে হবে। কারণ এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, আর এই সময়ে জঙ্গিদের স্লিপার সেল গুলো অ্যাক্টিভেট হয়ে গেছে”। আমরা সীমান্ত সংক্রান্ত এলাকার বাসিন্দা। দেখা গেল পাড়ায় ভাড়া এসেছে, অথচ ঘর থেকে বের হয় না। অন্য কেউ তার বাজার করে দিচ্ছে। ওষুধ এনে দিচ্ছে। এদের দিকে বিশেষ নজর দিতে হবে। কারণ জঙ্গিদের স্লিপার সেলগুলো স্থানীয় মানুষের সাহায্য ছাড়া কাজ করতে পারে না।

Latest