Skip to content

সন্ত্রাসবাদ যদি পাগলা কুকুর হয় তাহলে পাকিস্তান তাদের হিংস্র মনিব -এই কড়া ভাষাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধুয়ে দিলেন পাকিস্তানকে!

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানের মুখোশ বিশ্বের দরবারে খুলে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদ যদি পাগলা কুকুর হয় তাহলে পাকিস্তান তাদের হিংস্র মনিব! কারণ সন্ত্রাসবাদকে লালনপালন করছে। এই কড়া ভাষাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ধুয়ে দিলেন পাকিস্তানকে। পহেলগাঁও হামলায় ২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছিল পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা। তারপরই জবাবে হয় ‘‌অপারেশন সিঁদুর’‌। আর পাকিস্তানের সন্ত্রাসবাদ কার্যকলাপ নিয়ে বহুদলীয় সাংসদরা বিদেশের মাটিতে এখন তথ্য তুলে ধরছেন। আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতা হয়েও ভারতের হয়ে জোরালো সওয়াল করলেন। এদিকে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ৭টি বহুদলীয় প্রতিনিধিদল তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। বিশ্বের ৩৩টি দেশে যাবে এই প্রতিনিধি দল। রাশিয়া, জাপানে পৌঁছে গিয়েছেন নয়াদিল্লির দূতরা। আর সেখানে সোচ্চার হলেন অভিষেক পাকিস্তানের কুৎসিত চক্রান্ত নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌ভারত কখনও মাথানত করবে না। আমরা এখানে এই বার্তাই দিতে এসেছি। আমরা ভীত নই। আমি বিরোধী রাজনৈতিক দলের নেতা। পাকিস্তান যে ভাষায় বোঝে সেই ভাষাতেই শিক্ষা দেওয়া প্রয়োজন। যদি সন্ত্রাস পাগলা কুকুর হয়, তবে পাকিস্তান তাকে লালন পালন করছে।

Latest