Skip to content

রাজ্য় সরকারের ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটর উদ্যোগে শুরু হতে চলেছে তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  রাজ্য় সরকারের ও পশ্চিম বর্ধমান জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটর উদ্যোগে শুরু হতে চলেছে তৃতীয় আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা।আগামী ৩০ শে ডিসেম্বর দুর্গাপুর হাট প্রাঙ্গণে হবে মেলার শুভ উদ্বোধন।

May be an image of text that says 'সৃষ্টশ্ী মেলা ২০২৬ দুর্গাপুর হাট NGIDN ৩০ ডিসেম্বুর ২০২৫ থেকে មជិ জানুয়ারি ২০২৬ ৩০শে ডিসেঘ্বর সঙগীত পরিবেশনায় শোভন গাস্দুলী ৩ ১শে ডিসেম্বর সঙগীত পরিবেশনায় মৈনাকের দলবল ১লা জানুয়ারি সঙ্গীত পরিবেশনায় লোপামুদ্রা মিত্র ২রা জানুয়ারি সঙ্গীত পরিবেশনায় ঋষি পান্ডা তরা জানুয়ারি সঙ্গীত পরিবেশনায় সৌরেন্দ্র- সৌরেন্দ্র-সৌম্যজিৎ সৌমযজিৎ ৪ঠা জানুয়ারি সঙগীত পরিবেশনায় শুভগ্রী দেবনাথ জানুয়ারি সঙ্গীত পরিবেশনায় রথীন কিস্কু জানুয়ারি সঙীত পরিবেশনায় ভূমি ব্যান্ড জানুয়ারি সঙগীত পরিবেশনায় সুজয় ভৌমিক জানুয়ারি সঙ্গীত পরিবেশনায় পূর্ণিমা মান্ডি'

মেলা চলবে ৮ ই জানুয়ারী, ২০২৬ পর্যন্ত। মেলার সময়কাল দুপুর ১১ টা থেকে রাত্রি ৮-৩০ পর্যন্ত। এই মেলায় স্বনির্ভর দলের সদস্য ও সদস্যাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস প্রদর্শন ও বিক্রয় হবে। এছাড়াও ৩১শে ডিসেম্বর থেকে প্রতিদিন দুর্গাপুর হাটের সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে নানা রকম প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

May be an image of text

যেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি নামী জনপ্রিয় বাঙালি সঙ্গীত শিল্পীরাও অনুষ্ঠান পরিবেশ করবেন।

May be an image of text

আট দিন ধরে চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শোভন গাঙ্গুলী, লোপামুদ্রা মিত্র, ঋষি পাণ্ডা, সৌরেন্দ্র সৌম্যজিৎ, শুভশ্রী দেবনাথ, মৈনাকের দলবল, রথীন কিস্কু, বাংলা ব্যান্ড ভূমি, সুজয় ভৌমিক, পূর্ণিমা মাণ্ডির মতো জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

Latest