Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকা ও পিকনিক স্পট থেকে ১৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : বর্ষবরণের শেষের দিন রবিবার মদ্যপ অবস্থায় বেয়াদপ আচরণ করায় পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানা এলাকা ও পিকনিক স্পট থেকে ১৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর, খড়গপুর, গুড়গুড়িপাল, ঘাটাল, শালবনি, ডেবরা, দাসপুর, বেলদা এলাকায় পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। নষ্ট করা হয়েছে কয়েকশো লিটার চোলাই মদ। বিশেষ করে বছরের শেষ দিন রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার পিকনিক স্পট গুলিতে প্রচুর মানুষের সমাগম হয়। ওই পিকনিক স্পট গুলিতে একশ্রেণীর মানুষ মদ্যপ অবস্থায় বেয়াদব আচরণ করে বলে অভিযোগ । অভিযোগ পাওয়ার পর প্রতিটি এলাকায় পুলিশ গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। সেই সঙ্গে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য পিকনিক স্পট গুলিতে মোতায়ন করা হয়েছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি পিকনিক স্পট এলাকায় কড়া নজরদারি রাখা হয়েছে। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সজাগ দৃষ্টি রেখে চলেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

Latest