Skip to content

ভুয়ো চাকরির নিয়োগপত্র, পশ্চিম মেদিনীপুরে স্বাস্থ্য দফতরের অস্থায়ী পদের চাকরিতে যোগ দিতে এসে বিপাকে পড়লেন এক মহিলা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : এবার স্বাস্থ বিভাগে চাকরির নামে এক প্রতারকের দ্বারা প্রতারিত হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুরের নন্দীপাড়ায়। প্রতারিত মহিলা মামনি নন্দী ও তার স্বামী সুমন নন্দীর অভিযোগ, কেশপুর গ্রামীণ হাসপাতালে চুক্তিভিত্তিক অফিস এটেন্ড এর চাকরির জন্য মেদিনীপুর শহরের বিধান নগরের বাসিন্দা কৌশিক ঘোষ নামে এক ব্যক্তি এক লক্ষ টাকা নেয় কিছুদিন আগে। তারপর তাদের চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। নিয়োগপত্র হাতে পাওয়ার পর তা দেখে সন্দেহ হয় ঐ দম্পতির। বিষয়টি যাচাই করার জন্য সোমবার চাকরির সেই নিয়োগপত্র নিয়ে দম্পতি হাজির হয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে। এরপর সেখানে এসেই তারা জানতে পারেন চাকরির নিয়োগপত্র সম্পূর্ন ভুয়ো। স্বাস্থ্য বিভাগ থেকে কোন নিয়োগপত্র কাউকে দেওয়া হয়নি বলে পরিস্কার জনিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শঙ্কর সারেঙ্গি। তিনি জানান, এর আগেও স্বাস্থ্য বিভাগে চাকরীর নামে আরও ৩ জন প্রতারিত হয়েছে ঐ ব্যক্তির দ্বারা। বিষয়টি নিয়ে থানায় অভিযোগও জানানো আছে, আবারও অভিযোগ জানানো হবে পুলিশে এবং বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ গ্রহন করা হবে বলেও জানিয়েছেন CMOH।প্রতারিত মহিলার স্বামী সুমন নন্দীর অভিযোগ, এক লক্ষ টাকার বিনিময়ে ১৯৭৩৪ - ২৭৩৭৮ টাকা বেতনের এই চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে বিষয়টির খোঁজ খবর নিতে এসেই জানতে পারেন কৌশিক ঘোষ নামে এক ব্যক্তির দ্বারা তারা প্রতারিত হয়েছেন।

Latest