পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : সুসজ্জিত শোভাযাত্রায় নাচে-গানে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হবে এই কার্নিভালে । পুজোর শেষ মানেই আনুষ্ঠানিকভাবে কার্নিভালের প্রস্তুতি শুরু । রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মেদিনীপুরেও আয়োজিত হচ্ছে পুজো কার্নিভাল। আজ সন্ধ্যে ৬ টা থেকেই একে একে ১৭ টি পুজো অংশ গ্রহন করবে এই কার্নিভালে। ইতিমধ্যেই সেজে উঠছে মেদিনীপুর শহরের লাইব্রেরী রোড। বটতলা থেকে গোলকুয়া পর্যন্ত চলছে রাস্তায় রাস্তায় আলপনা আঁকা। মেদিনীপুর পৌরসভা ও প্রশাসনের যৌথ উদ্যোগে এই কার্নিভালে আয়োজন দ্বিতীয় বর্ষে পা দিল বিকেল পাঁচটায় এই কার্নিভালের শুভ উদ্বোধন হবে। উপস্থিত থাকবেন মন্ত্রী থেকে সাংসদ সহ প্রশাসনের আধিকারিকরা । তথ্য-সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন শিল্পী কলা কৌশলীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা যায়।তবে এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সামান্য একটু আশঙ্কার কথা শোনাচ্ছে হাওয়া অফিস । আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে শহরে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কার্নিভালের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে ফের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে রাজ্যে । কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি হতে পারে । ফলে কার্নিভালের দিন বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে ।