নিজস্ব সংবাদদাতা : আমরা কি সত্যিই স্বাধীন? ভারতের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপনে যখন দেশজুড়ে পতাকা উড়ছে, জাতীয় সঙ্গীত বাজছে আর এদিকে রাজ্য সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং তার পরবর্তী পর্যায়ে উদ্ভুদ পরিস্থিতির মানসিক চাপ সহ্য করতে না পেরে, নিজেকে পৃথিবীর সব বাঁধন থেকে মুক্ত করে, নিজেকে স্বাধীন করে নিলেন সুবল সোরেন।

পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে কলকাতার রাজপথে, হাতে ধামসা-মাদল নিয়ে তিনি ছিলেন ন্যায়ের কণ্ঠস্বর। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো, পুনরায় নিয়োগ পরীক্ষার বাধ্যবাধকতা, আর অনিশ্চিত ভবিষ্যতের চাপ—সব মিলিয়ে তিনি এক ভয়াবহ মানসিক চাপে ভুগছিলেন। শেষমেশ মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে, মাত্র ৩৫ বছর বয়সে নিভে গেল তাঁর জীবনপ্রদীপ।