Skip to content

জাতীয় স্তরের যোগাসনে সফল মেদিনীপুরের অনুষ্কা গুপ্ত!

নিজস্ব প্রতিনিধি: ভারতের জুনিয়র এবং সিনিয়র - সি জাতীয় যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২৫ সম্প্রতি অনুষ্ঠিত হলো অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার সিদ্ধার্থ নগরে অবস্থিত সিদ্ধার্থ গ্রুপ অফ ইনস্টিটিউশনস্ এরপিবি সিদ্ধার্থ আর্টস অ্যান্ড সায়েন্স কলেজে। এই প্রতিযোগিতায় মেদিনীপুর শহরের আনিশা স্কুল ফর যোগ কালচার এর শিক্ষার্থী অনুষ্কা গুপ্ত আর্টিস্টিক যোগাসন গ্ৰুপে রৌপ্যপদক লাভ করে। CISCE বোর্ডের গ্রুপ টিমের অনান্য রাজ্যের প্রতিনিধি হিসেবে অনুষ্কার সাথে ছিলেন হাসমান কৌর , নাহা সরকার, লক্ষিতা আর শেলার এবং মান্য শর্মা। অনুষ্কা মেদিনীপুরে রয়্যাল একাডেমি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এই সাফল্যে আনিশা স্কুল ফর যোগ কালচার এর অধ্যক্ষ এবং রয়্যাল একাডেমি স্কুলের অধ্যক্ষ সত্যব্রত দোলই অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্কা ওখান থেকেই সরাসরি কানপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেখানে CISCE বোর্ড এর মহিলা ন্যাশনাল যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এছাড়াও আনিশা ও রয়্যাল একাডেমি স্কুলের আরও একজন ছাত্রী সোমঋতা চক্রবর্তী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে রওনা দিয়েছেন।

Latest