নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার বোস্টমমোড়ের কৃষি জমিতে দেখা মিলল বাঘের পায়ের ছাপ দেখা গেলো। স্থানীয় সূত্রে খবর, একের পর এক জায়গায় বাঘের পায়ের ছাপের দেখা মিলেছে।

এদিকে গতকাল রাত্তিরে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাঁকাদহ-জয়রামবাটি জঙ্গলের রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চিতা বাঘের। কিন্তু কিভাবে এলো ওই চিতাবাঘ, তা নিয়ে চিন্তার কারণ বাড়িয়েছে বনদপ্তরের। এই খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার বোস্টমমোড়ের কৃষি জমিতে দেখা মিলল বাঘের পায়ের ছাপ। রীতিমতো আতঙ্কের পরিবেদ সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। ইতিমধ্যেই বনদপ্তর এর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। সত্যি কি বাঘের পায়ের ছাপ কিনা তদন্ত প্রক্রিয়া শুরু করে বনদপ্তরের আধিকারিকেরা।
 
        