Skip to content

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় নাম উজ্জ্বল করলো পশ্চিম মেদিনীপুর ছেলে ও মেয়েরা!

নিজস্ব সংবাদদাতা : চলতি মাসের ২৫শে থেকে ২৭শে জুলাই তিনদিনব্যাপী কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে নবম আন্তর্জাতিক ২০২৫ ক্যারাটে প্রতিযোগিতা।এতে অংশগ্রহণ করে ভারত সহ এশিয়ার মোট আটটি দেশের প্রতিযোগী। এই তালিকায় ভারতের পাশাপাশি ছিল বাংলাদেশ, ভুটান, নেপাল, এবং শ্রীলঙ্কাও।সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় ৫০০০ প্রতিযোগী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুরের শুভজিৎ সেইসিনকাই কারাতে একাডেমির পাঁচজন প্রতিভাবান কারাতেকা অংশগ্রহণ করেছিলেন। গোয়ালটোর এবং চন্দ্রকোনা রোডের ছেলে এবং মেয়েরা আবারও দেখিয়েছে যে যদি সঠিক প্রশিক্ষণ এবং নিজেদের প্রমাণ করার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম দেওয়া হয়, তাহলে জঙ্গলমহলের খেলোয়াড়রা সর্বদা তাদের সেরাটা দিতে প্রস্তুত।

তারা আন্তর্জাতিক স্তরে পশ্চিম মেদিনীপুর এবং ভারতের নাম উজ্জ্বল করেছে। এটি আয়োজন করেছিলেন ওয়ার্ল্ড মাস্টার প্রেমজিৎ সেন, ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের রেফারি এবং বিচারক।সাব-জুনিয়র ক্যাটাগরিতে অনিষ্কা রায় একটি সোনা ও একটি রৌপ্য, সামিয়া মণ্ডল দুটি রৌপ্য এবং যুবরাজ মাহাতো একটি রৌপ্য এবং সৃজিত দে একটি ব্রোঞ্জ জিতেছেন। ক্যাডেট ক্যাটাগরিতে ঋত্বিকা ঘোষ একটি ব্রোঞ্জ জিতেছেন। জাতীয় প্রশিক্ষক এবং বিচারক স্যার শুভজিৎ চক্রবর্তী বলেন যে আমাদের শিক্ষার্থীরা ১টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। শুভজিৎ বাবু বলেন যে তিনি শিহান রাশবিহারী পালের তত্ত্বাবধানে তাদের নিয়ে যাবেন এবং সকলকে অভিনন্দন জানান এবং তাদের সকলের মঙ্গল কামনা করেন। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক।

Latest