নিজস্ব সংবাদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের বান্দিপুর ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েত ও মনোহরপুর গ্ৰাম পঞ্চায়েতের মধ্যবর্তী এলাকায় বেয়ে চলেছে শিলাবতী নদী। আর সেই নদীর উপর দীর্ঘ দিন যাবৎ রয়েছে কাঠের পাটাতনে তৈরি একটি সাঁকো। হিসেব অনুযায়ী প্রায় ৩০ টি গ্ৰামের মানুষজনের নিত্যদিন কর্মক্ষেত্রে যাতায়াত এই কাঠের সাঁকো দিয়েই। বর্তমানে সাঁকোর অবস্থা বেহাল। প্রায় যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে। শোনা যায়, কিছু দিন আগেই গ্রামের এক যুবক পড়ে গিয়ে জখম হয়েছেন।এলাকাবাসীর অভিযোগ,দীর্ঘদিন যাবৎ প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যা সমাধানের কোনো পথ মেলিনি। এবার তাই বিক্ষোভের জন্য অভিনব পন্থা অবলম্বন করেন। পোস্টারিং করেন ও বিক্ষোভ দেখান "রাজ্য ডিয়ার লটারি সেতু' যাতে লেখা প্রথম পুরস্কার মৃত্যুর সঙ্গে তুলনা করা হয়েছে, দ্বিতীয় আজীবন শয্যাশায়ী এবং তৃতীয় পুরস্কার বহু অর্থ ব্যয়ে কোনও রকমে বেঁচে থাকা।সেতু বেহাল অবস্থা, সেতুর নতুন নামকরণ করল গ্রামবাসী, "ডিয়ার লটারি" সেতু। আর কাঠের পরিবর্তে কংক্রিটের ব্রিজের দাবিতে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের।