Skip to content

ওড়িশায় বেসরকারি হাসপাতালে রোগীর অঙ্গ চুরির অভিযোগ!

নিজস্ব সংবাদাতা: অস্বাভাবিক রোগীমৃত্যুর পর পোস্টমর্টেম হয়নি তাকে কেন্দ্র করে উত্তেজনা কান্ধমাল জেলার একটি বেসরকারি হাসপাতালে।  রোগীর পরিবারের নালিশ, অস্বাভাবিক মৃত্যুর পর পোস্টমর্টেম হয়নি, এমনকী কটকের স্থানীয় থানায় মৃত্যুর বিষয়ে জানানো হয়নি। এই অবস্থায় কবরস্থ দেহ তুলে পোস্টমর্টেমে পাঠানো হয়েছে রোগীর দেহ। চাঞ্চল্যকর অভিযোগে নড়চড়ে বসেছে রাজ্য প্রশাসন। ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে, আশ্বাস দিয়েছেন তিনি।১৭ অক্টোবর বৃহস্পতিবার কান্ধামাল জেলার টিকারাবাজুতে কবর দেওয়া ওই রোগীকে। বালিগুড়া থানার ইন্সপেক্টর ইন-চার্জ সুশান্ত সাহু জানান, পরিবারের অভিযোগ পাওয়ার পর কবর থেকে দেহ তুলে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তিনি বলেন, “মৃত রোগীর ছেলে অঙ্গ চুরির অভিযোগ করেছেন। আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বিস্তারিত জানা যাবে।

Latest