নিজস্ব সংবাদদাতা: রবিবার বেঙ্গালুরুর ক্রান্তিবেড়া সাঙ্গোলি রায়ান্না ট্রেন স্টেশনে তিনটি বন্দে ভারত ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী। এই বন্দে ভারত ট্রেন বেঙ্গালুরু থেকে কর্নাটকের বেলাগাভির মধ্যে চলাচল করবে।বেঙ্গালুরু-বেলাগাভি বন্দে ভারত এক্সপ্রেস মোদি নিজে উদ্বোধন করেন, অন্যান্য দুটি ট্রেন ভার্চুয়ালি উদ্বোধন করা হয়। বন্দে ভারত ট্রেনটি বেঙ্গালুরুর আটটি জেলার যাত্রীদের সুবিধা দেবে, সপ্তাহে ছয় দিন চলবে। এদিন প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর নামা মেট্রোর ইয়েলো লাইন (Yellow Line Metro) উদ্বোধন করেন, যা আরভি রোড মেট্রো স্টেশন থেকে বোম্মসন্দ্রা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।
এই দীর্ঘ প্রতীক্ষিত মেট্রো লাইনটি বেঙ্গালুরুর আইটি হাবের সঙ্গে সংযোগ স্থাপন করবে। এই মেট্রো পরিষেবা বেঙ্গালুরুর ট্রাফিক জ্যামকে কমাতে সাহায্য করবে। এদিন মোদি রাগিগুদ্দা মেট্রো স্টেশন থেকে মেট্রো যাত্রা শুরু করেন, কিউ আর কোড মেশিন পরীক্ষা করেন। সেইসঙ্গে ইলেকট্রনিক সিটি স্টেশন পর্যন্ত প্রথম সার্ভিসে চড়েন। এই মেট্রো লাইনটি মেট্রো ফেজ-২ প্রকল্পের অংশ, যার মোট দৈর্ঘ্য ১৯.১৫ কিমি এবং এতে ১৬টি স্টেশন রয়েছে।

এটি কর্নাটকের ১১তম বন্দে ভারত ট্রেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল অনুষানেরাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী ভি. সোমান্না, স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও এবং বিজেপির রাজ্য সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র উপস্থিত ছিলেন। এছাড়াও এদিন মোদি বেঙ্গালুরু মেট্রো প্রকল্পের তৃতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। এটি শহরের পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করবে, মেট্রো সম্প্রসারণের মাধ্যমে শহরের যানজট কমাতে সহায়ক হবে।