নিজস্ব সংবাদাতা : ১০ই জুন মঙ্গলবার অপারেশন সিঁদুর নিয়ে প্রচারে যাওয়া প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি ৷ মঙ্গলবার সন্ধ্যায় তাঁর লোক কল্যাণ মার্গের বাড়িতে পৌঁছন ৩৩টি দেশ ঘুরে আসা প্রতিনিধি দলের ৫০ জন সদস্য ৷ এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

প্রধানমন্ত্রী সবার সঙ্গে ছবি তোলেন ৷এই প্রতিনিধিরা এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ৷ তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন ৷ প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন কূটনীতিকরাও এই প্রতিনিধি দলের সদস্য ছিলেন ৷ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যে এই প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন ৷