নিজস্ব সংবাদদাতা : ষষ্ঠ দফার ভোট প্রচারে বঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার পুরুলিয়ায় সভা করেন। রোড-শোও করেন প্রধানমন্ত্রী। আর তাঁর রোড-শোতে রাস্তার ধারে উপচে পড়েছিল ভিড়। বিজেপি কর্মী-সমর্থকরা রাস্তার ধারে ভিড় করেছিলেন। মোদীর নামে স্লোগান দেন তাঁরা। হাত নেড়ে অভিবাদন স্বীকার করেন প্রধানমন্ত্রী।ষষ্ঠ দফায় বাংলায় ৮টি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে। তারই প্রচারে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন রোড-শোর পাশাপাশি পুরুলিয়ায় সভা করেন তিনি। সেই সভা থেকে বাংলার শাসকদল তৃণমূলকে তীব্র আক্রমণ করেন।পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী। শনিবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাধু, সন্ন্যাসীদের একাংশ সরাসরি রাজনৈতিক যোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এদিন তা নিয়ে সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “তৃণমূল-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সীমা পেরিয়ে গিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী সাধু-মহারাজদের প্রকাশ্যেই ধমকাচ্ছেন। মঞ্চ থেকেই হুঁশিয়ারি দিচ্ছেন। বিশ্ব জুড়ে ইসকন, মিশনের লোক থাকেন।”তিনি বলেন, “কংগ্রেসের মন্ত্রী, সাংসদের কাছ থেকে নোটের পাহাড় মিলছে। আমি আমার জীবনে চোখের সামনে নোটের পাহাড় দেখিনি। এখানে তৃণমূলের নেতা-মন্ত্রীদের কাছ থেকেও নোটের পাহাড় উদ্ধার হয়। আর গালি মোদীকে দেয়। আমি কি দেশবাসীর কাছ থেকে কিছু লুকোই? ৪ জুনের পর ভ্রষ্টাচারীদের জীবনে জেলের বাইরে বেরোতে দেব না। সংখ্যালঘু ভোটব্যাঙ্কের স্বার্থেই তৃণমূলনেত্রী হিন্দু সন্ন্যাসীদের অপমান করেছেন বলে রবিবার বাংলায় তিনটি নির্বাচনী জনসভা থেকেই তোপ দাগলেন তিনি।