Skip to content

যশোর রোড মেট্রো স্টেশন শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

নিজস্ব সংবাদদাতা : আজ ২২শে আগস্ট শুক্রবার কলকাতায় মেট্রোর ৩ রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। যশোর রোড মেট্রো স্টেশন থেকে এক অনুষ্ঠানে নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ-এসপ্ল্যানেড এবং বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় রুটে মেট্রো চলাচলের উদ্বোধন করেন।

এদিন বিকেল চারটে কুড়ি মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।শহরতলির পরিবহণ পরিষেবা ব্যাপক ভাবে বদলাতে চলেছে। শহরের ট্রাফিকের চাপ কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিনটি রুট। হাওড়া ময়দান–সেক্টর ফাইভ পরিষেবা চালু হচ্ছে শুক্রবার থেকেই।

নোয়াপাড়া–বিমানবন্দর এবং কবি সুভাষ–বেলেঘাটা রুট শুরু হবে আগামী সোমবার। নতুন মেট্রোর সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। হাওড়া থেকে সল্টলেক রুটে সকাল ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ১৯ মিনিট পর্যন্ত মিলবে ট্রেন।

বিমানবন্দর–নোয়াপাড়া রুটে সকাল ৭টা ৫৮ থেকে রাত ৮টা ১০ মিনিট, আর কবি সুভাষ–বেলেঘাটা রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা ২৮ মিনিট পর্যন্ত মিলবে মেট্রো।

Latest