নিজস্ব সংবাদদাতা : একবছর অতিক্রান্ত আর জি কর কাণ্ডের। অভয়া'র ন্যায়বিচারের দাবিতে শনিবার নবান্ন অভিযানে মিছিল। অভয়া'র বাবা-মা সকলকে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শর্তসাপেক্ষে মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। এরই মধ্যে শুক্রবার ভবানীভবনে সাংবাদিক বৈঠক করে দাবি করলেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার, কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং প্রবীণ ত্রিপাঠি যে এখনও পুলিশের কাছে আবেদন জানাননি মিছিলকারীদের কেউ। যদিও এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানান, শান্তিপূর্ণ মিছিলের ক্ষেত্রে পুলিশের কোনও আপত্তি নেই বলেই। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার জানান, নবান্নের আশেপাশে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে। তাই যেকোনও জমায়েত নিষিদ্ধ। মন্দিরতলা বাসস্ট্যান্ড, বঙ্কিম সেতুর নিচে এবং হাওড়া ময়দানে জমায়েত করা যাবে। ৩টি জায়গা মিলিয়ে ১২০০ জন থাকতে পারেন মিছিলে। কলকাতা হাই কোর্টের নির্দেশমতো বিকল্প জায়গা হিসাবে সাঁতরাগাছি বাসস্ট্যান্ডকে বেছে দেওয়া হয়েছে। সেখানে শান্তিপূর্ণভাবে মিছিল করার ক্ষেত্রে কোনও বাধা নেই। সেক্ষেত্রে প্রশাসনও মিছিলকারীদের পূর্ণ সহযোগিতা করবে। তবে কোনও সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না। সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ বাধ্য হবে বলেই জানান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রতি হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিচারাধীন বিচারপতির পরামর্শ, কোনও সরকারি সম্পত্তি বা পুলিশ আধিকারিকদের ক্ষতিসাধন না করে কর্মসূচি করাই শ্রেয়। কেউ আইন অমান্য করলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করবে বলে নির্দেশ।