নিজস্ব সংবাদদাতা : অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বিখ্যাত গায়ক জুবিনের । জুবিন প্রধানত অসমীয়া গায়ক হলেও বাংলা এবং হিন্দিতে প্রচুর জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন। সেখানেই স্কুবা ডাইভিং করতে সমুদ্রে নেমেছিলেন। গভীর সমুদ্রে হঠাৎই ঘটে যায় দুর্ঘটনা। তরিঘরি সিঙ্গাপুর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।

প্রায় এক ঘণ্টা তিনি আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন এবং পরে চিকিৎসকেরা তাঁর মৃত্যু ঘোষণা করেন। সিঙ্গাপুর সরকার এই খবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ভারত সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা নিশ্চিত করেছেন যে মরদেহ দ্রুত অসমে ফিরিয়ে আনার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি নিজে এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন এবং শিল্পীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন। মরদেহের সঙ্গে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে উপস্থিত থাকা অন্যান্য শিল্পী ও প্রতিনিধিদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও এ বিষয়ে নিয়মিত যোগাযোগ চলছে।জানা গিয়েছে মর্মান্তিক এই খবরে সিঙ্গাপুরে রওনা হয়ে গিয়েছেন জুবিনের স্ত্রী।