২৮ বছর বয়সে মারা গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ। ছিলেন সিআর সেভেনের উত্তরসূরি.........
নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পর্তুগাল ও লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জোটা। বয়স ২৮ বছর। লিভারপুলের তারকা, সমর্থকদের চোখের মণি। পর্তুগালের জাতীয় দলে নিয়মিত ডাক পেতো। কিছুদিন আগে নেশন্স লিগ জয়ী পর্তুগাল দলেরও সদস্য। লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লীগও। গতকাল গভীর রাতে স্পেনের জামোরার কাছে হঠাৎই ল্যামবর্গিনি গাড়ির টায়ার বাস্ট করে। গাড়িতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যান জোটা ও তাঁর ভাই আন্দ্রে। ২২ জুন নিজের ভালবাসার মানুষের রুট কার্ডোসোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিনটা সন্তানও আছে। সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “এখনও বিশ্বাস হচ্ছে না। আমরা তো সবে জাতীয় দলে খেলা শুরু করেছিলাম। তুমি সদ্য বিয়ে করেছিলে। তোমার পরিবার, স্ত্রী ও সন্তানদের সমবেদনা। এই ধাক্কা সামলানোর শক্তি যেন ওঁরা পান। আমি জানি তুমি সবসময় ওঁদের পাশে আছ। শান্তিতে ঘুমোও দিয়োগো ও আন্দ্রে (জোতার ভাই)। তোমাদের মিস্ করব।” শোক প্রকাশ করে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পেদ্রো প্রোয়েঙ্কা জানান, ‘জোটা আর আন্দ্রের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুতে সারা দেশের ফুটবল মহল গভীর শোকে আচ্ছন্ন। দেশের হয়ে ৫০টাও বেশি ম্যাচ খেলেছে। দুরন্ত ফুটবলার। টিমমেটদের কাছে ভালোবাসার মানুষ ছিল। এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।’
