Skip to content

বিমানবন্দর থেকেই অবশেষে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি!

নিজস্ব সংবাদদাতা : অবশেষে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। যৌন নিগ্রহ ও সেক্স টেপ মামলায় গ্রেফতার হলেন জেডিএস সাংসদ প্রজ্বল রেভান্না। বৃহস্পতিবার মধ্যরাতে জার্মানি থেকে ফিরতেই, বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় প্রজ্বলকে। এবারের লোকসভা নির্বাচনের প্রার্থীও তিনি। বিমানবন্দর থেকেই গ্রেফতার প্রজ্বল রেভান্না।অন্যদিকে, তাঁর হাসানের বাড়িতে তল্লাশি চালিয়েও একাধিক চাঞ্চল্যকর নথি পেয়েছে পুলিশ, এমনটাই খবর।প্রসঙ্গত, ৩৩ বছর বয়সী প্রজ্বল রেভান্নার ব্যাপক রাজনৈতিক বিস্তার।তাঁর ঠাকুর্দা দেবেগৌড়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর বাবা এইচডি রেভান্নাও প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী। কাকা এইচডি কুমারস্বামী কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Latest